কতদিন হয়না যাওয়া
কতদিন হয়না যাওয়া
আমার গায়েঁর বাড়ি,
কতদিন হয়না দেখা
বাশঁ বাগানের সারি।
কতদিন হয়না দেখা মাকে......
অবাধে সাঁতার কাটা
পদ্মা নদীর বাকে।
'জানিনা মৌমাছি কি
বসে লেবুর ফুলে,
ভাটি গান, বৈঠা বাওয়া
গেছি নাকি ভুলে।'
দেখিনা কাশেঁর ফুল আর শাখে......
জোৎস্না এখনকি মায়ার ছবি আকেঁ?
নাটায়ের সুতা আমার
এখনো কি আছে?
হলদে বুকে সবুজ
সর্ষে গুলি হাসে।
আসেনা ঘুম যে আমার চোখে.........
আমার গায়েঁর বাড়ি,
কতদিন হয়না দেখা
বাশঁ বাগানের সারি।
কতদিন হয়না দেখা মাকে......
অবাধে সাঁতার কাটা
পদ্মা নদীর বাকে।
'জানিনা মৌমাছি কি
বসে লেবুর ফুলে,
ভাটি গান, বৈঠা বাওয়া
গেছি নাকি ভুলে।'
দেখিনা কাশেঁর ফুল আর শাখে......
জোৎস্না এখনকি মায়ার ছবি আকেঁ?
নাটায়ের সুতা আমার
এখনো কি আছে?
হলদে বুকে সবুজ
সর্ষে গুলি হাসে।
আসেনা ঘুম যে আমার চোখে.........
Comments
Post a Comment