Nostro, Vostro এবং Loro account

Nostro, Vostro এবং Loro শব্দগুলো ইতালিয়ান। Nostro মানে হলো 'Our' অথবা 'Our account with them'. Vostro মানে হলো 'your' অথবা 'your account with us'. আর Loro মানে হলো 'their'.

এবার একটু বিস্তারিত দেখা যাক।

আমরা যেমন আমাদের ব্যাংকে ব্যক্তিগত বা ব্যাবসায়িক একাউন্ট খুলতে পারি, তেমনি ব্যাংকগুলোও অন্য ব্যাংকে তাদের একাউন্ট খুলতে পারে।

ধরুণ, বাংলাদেশের ব্যাংক B চায়নার ব্যাংক C কে ইউএস ডলারে পেমেন্ট করবে। এখন আমেরিকার ব্যাংক A তে বাংলাদেশের ব্যাংক B এবং চায়নার ব্যাংক C উভয়েরই ইউএস ডলারে একাউন্ট আছে। বাংলাদেশের ব্যাংক যখন আমেরিকার ব্যাংকে তাদের একাউন্টকে উল্লেখ করবে, তখন বলবে আমেরিকার ব্যাংক A তে আমাদের Nostro account আছে। একই ভাবে চায়নার ব্যাংক বলবে আমেরিকার ব্যাংক A তে আমাদের Nostro account আছে। আর এই দুই দেশের একাউন্টগুলোকে যখন আমেরিকার ব্যাংক উল্লেখ করতে চাইবে, তখন বলবে আমাদের এখানে বাংলাদেশের ব্যাংক B এবং চায়নার ব্যাংক C এর Vostro account আছে।

তাহলে ব্যাপারটা হলো, একাউন্ট কিন্তু একটাই। সেটাকে কোন পক্ষ থেকে উল্লেখ করা হচ্ছে সেটার উপর নীর্ভর করে বলা হয় Nostro অথবা Vostro.

এখন বাংলাদেশের ব্যাংক B চায়নার ব্যাংক C কে ইউএস ডলারে পেমেন্ট করবে। তাহলে বাংলাদেশের ব্যাংক B আমেরিকার ব্যাংক A তে তাদের যে Nostro account আছে, সেখান থেকে ডলার চায়নার ব্যাংক C এর Nostro account এ ট্রান্সফার করবে।

আর ব্যাপারটা আমেরিকার ব্যাংক A এর দিক থেকে দেখলে হবে, সে বাংলাদেশের ব্যাংকের Vostro account থেকে ডলার চায়নার ব্যাংকের Vostro account এ ডলার ট্রান্সফার করেছে।

বাংলাদেশের ব্যাংকের আমেরিকার যে ব্যাংকে Nostro account আছে, চায়নার ব্যাংকেরও যে সেই ব্যাংকে Nostro account থাকতে হবে ব্যাপারটা এমন নয়। হতে পারে বাংলাদেশের ব্যাংকের একাউন্ট যে ব্যাংকে আছে, চায়নার ব্যাংকের একাউন্ট আমেরিকার অন্য আরেকটি ব্যাংকে আছে যারা ইউএস ডলারে লেনদেন করে।

যে কোন দেশের কমার্শিয়াল ব্যাংকগুলো পৃথিবীর প্রধান প্রধান মুদ্রায় লেনদেন করে এমন সব ব্যাংকে তাদের Nostro account খুলে রাখে। সেসব ব্যাংকে তাদের একাউন্টে সেই দেশি মুদ্রায় অর্থ ডিপোজিট করে রাখতে পারে। সাধারণত ব্যাংকগুলো USD, EUR, JPY, AED, SGD, CND ইত্যাদি মুদ্রায় লেনদেন করে এমন সব ব্যাংকে তাদের Nostro account খুলে সেখানে ব্যালেন্স রাখতে পারে।

আবার মনে করুন বাংলাদেশের ব্যাংক X এর ইউএস ডলারে অন্য কোন ব্যাংকে কোন একাউন্ট নেই। তারা ব্যাংক B এর একাউন্টের মাধ্যমে অন্য কোন ব্যাংকে ডলারে পেমেন্ট পরিশোধ করবে। তখন তারা বলবে, ব্যাংক A তে ব্যাংক B এর Loro account. Loro মানে 'their' বা 'তাদের'। যেমন ধরা যাক, তারা চায়নার ব্যাংক C হতে কিছু পেমেন্ট পাবে। তখন সেই ব্যাংকে ম্যাসেজ দেবে যে তোমরা ব্যাংক A তে ব্যাংক B এর Loro account এ ডলার ট্রান্সফার করো। তখন ব্যাংক B ব্যাংক X এর পক্ষ থেকে পেমেন্ট গ্রহন করবে।

Comments

Post a Comment

Popular posts from this blog

রোহিঙ্গা ইস্যুতে জাপানের নীরবতা

রক্ত পরীক্ষা (Blood test) এর অর্থ বুঝুন