CBC test
CBC (Complete Blood Count)
CBC এর অন্য নামও
রয়েছে। যেমন: full
blood count (FBC) or full blood exam (FBE) or blood pane. সাধারণত
রোগীর রক্ত কণিকাগুলোর অবস্থা জানার জন্য এই টেস্টটি করা হয়।
CBC test এর একটি নমুনা রিপোর্ট |
আমাদের রক্তে সাধারণত তিন ধরনের রক্ত কণিকা রয়েছে। এরা হলো white blood cells (leukocytes), red blood
cells (erythrocytes), and platelets (thrombocytes). এই
কণিকাগুলো যদি অস্বাভাবিকভাবে সংখ্যায় বৃ্দ্ধি পায় বা হ্রাস পায় তাহলে এর সাথে কোন
না কোন রোগের সম্পর্ক থাকে। রক্তের যতগুলো পরীক্ষা রয়েছে, এটি তার মধ্যে সবচেয়ে
কমন।
CBC
তে সাধারণত নিচের পরীক্ষাগুলো করা হয়-
১. লোহিত রক্তকণিকার সংখ্যা (RBC count)
২. শ্বেত রক্তকণিকার সংখ্যা (WBC count)
৩. রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ
৪. রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ (hematocrit)
৫. লোহিত রক্তকণিকার গড় আকৃতি (MCV)
৬. প্রতি লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ (MCH)
৭. প্রতি লোহিত রক্তকণিকায় আকৃতি অনুযায়ী হিমোগ্লোবিনের ঘনত্ব (MCHC)
৮. প্লাটিলেট এর সংখ্যা
সাধারণত নিম্নোক্ত কারণে CBC করা হয়-
১. এলার্জি অথবা ইনফেকশন সনাক্তকরণের জন্য
২. Blood
clotting (রক্ত জমাটবাঁধা) এর কোন সমস্যা রয়েছে কিনা এবং রক্তের
অন্যান্য রোগ, যেমন রক্তশূণ্যতা নির্ণয়ের জন্য
৩. লোহিত রক্ত কণিকার তৈরী হওয়া এবং বিনস্ট হওয়া পর্যবেক্ষণ করার জন্য
CBC
এর সাধারণ রেঞ্জ বা নিদির্ষ্ট মান যার মধ্যে এই টেস্টের রেজাল্ট
স্বাভাবিক বলে ধরা হয়-
RBC count:
- Male: 4.7 to 6.1 million
cells/mcL
- Female: 4.2 to 5.4 million
cells/mcL
WBC count:
- 4,500 to 10,000 cells/mcL
Hematocrit:
- Male: 40.7 to 50.3%
- Female: 36.1 to 44.3%
Hemoglobin:
- Male: 13.8 to 17.2 gm/dL
- Female: 12.1 to 15.1 gm/dL
Red blood cell indices:
- MCV: 80 to 95 femtoliter
- MCH: 27 to 31 pg/cell
- MCHC: 32 to 36 gm/dL
Note:
- cells/mcL = cells per
microliter
- gm/dL = grams per deciliter;
- pg/cell = picograms per cell
*ল্যাবরেটরি ভেদে এই মান পরিবর্তন হতে
পারে।
যখন আপনার রক্তে লোহিত রক্তকণিকার
পরিমাণ বা হেমাটোক্রিট এর পরিমাণ বেশি থাকবে, তখন এর দ্বারা কি বোঝা যায়?
তখন ধরে নিতে হবে আপনার নিচের যে কোন
একটি সমস্যার কারণে RBC or
hematocrit এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে-
- Dehydration (such as from
severe diarrhea)
- Kidney disease with high erythropoietin production
- Low oxygen level in the blood
for a long time due to heart or lung disease
- Polycythemia vera
- Smoking
যখন আপনার রক্তে লোহিত রক্তকণিকার
পরিমাণ বা হেমাটোক্রিট এর পরিমাণ কম থাকবে, তখন এর দ্বারা কি বোঝা যায়?
সাধারণত রক্তশূণ্যতার কারণে এমন হয়। নিচের
সমস্যাগুলোর কারণেও রক্তে RBC or
hematocrit এর সংখ্যা হ্রাস পায়-
- Autoimmune diseases such as
lupus erythematosus or rheumatoid arthritis
- Blood loss (hemorrhage)
- Bone marrow failure (for
example, from radiation, infection, or tumor)
- Chronic kidney disease
- Hemolysis (red blood cell
destruction)
- Leukemia and other blood
cancers
- Long-term infections such as
hepatitis
- Poor diet and nutrition,
causing too little iron, folate, vitamin B12, or vitamin B6
- Multiple myeloma
শ্বেতরক্তকণিকার
সংখ্যা বৃদ্ধির জন্য দায়ী কারণগুলো হলো-
- Infectious diseases
- Inflammatory disease (such as rheumatoid arthritis or allergy)
- Leukemia
- Severe emotional or physical
stress
- Tissue damage (such as burns)
শ্বেতরক্তকণিকার সংখ্যা বৃদ্ধির জন্য
দায়ী কারণগুলো হলো-
- Autoimmune diseases (such as systemic lupus erythematosus)
- Bone marrow failure (for
example, due to infection, tumor, radiation, or fibrosis)
- Disease of the liver or spleen
রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমার
কারণগুলো হলো-
- Anemia (various types)
- Blood loss
তথ্যসূত্র:
Bunn HF. Approach to the anemias. In: Goldman L,
Schafer AI, eds. Cecil Medicine. 24th ed. Philadelphia,
Pa: Saunders Elsevier; 2011:chap 161.
http://en.wikipedia.org/wiki/Complete_blood_count
Thanks for the information...
ReplyDeleteধন্যবাদ আপনাকে, এতো সুন্দর একটি তথ্য দেয়ার জন্য...
ReplyDeleteNice post
ReplyDeletethanks for information
ReplyDeleteonek onek tnxs
ReplyDeleteআমার বুকে ব্যথা কি করতে পারি
ReplyDeleteThanks for your valuable information.
ReplyDeleteধন্যবাদ, ফুল তথ্য দেয়ার জন্য
ReplyDeleteThank you so much for your valuable & important information.
ReplyDeleteEnsure accurate diagnosis with Qris Health's CBC test for typhoid. our reliable services and expert insights make them a trusted choice for medical testing and healthcare solutions.
ReplyDelete