আজ আবার দ্রোহ
মাগো,
এখনো শিরায় বইছে তোমার রক্ত।
অথচ শত্রু
চিঁরে দিয়ে তোমার বুক
যেতে চায় এপাড় হতে ওপাড়।
তোমার প্রবাহিত দুধে
দিয়ে বাঁধ,
শেখাচ্ছে লক্ষ টাকার হিসাব।
তার লাভের লরির চাপে
চিড়ে যাচ্ছে তোমার চামড়া।
তোমার নি:শ্বাসে ছেড়ে দিচ্ছে
গলিত সংস্কৃতির ধুয়া।
কিন্তু
আমার ঘুমে যে
এখনো স্টেনগান বেজে ওঠে।
পাক নিধনের গানে মত্ত সে
অস্ত্র আজ গাইবে অন্য সুরে।
আহ্.....
রক্তে আজ আবার জেগে
উঠুক দ্রোহ।
অস্থির হয়ে খুঁজুক নতুন লক্ষ্য,
সম্ভাব্য নব্য হানাদারকে।
December 30, 2011
Comments
Post a Comment