বর্ণগুলো কাঁদছে

সালাম, বরকত, রফিকের রক্ত কি
মুছে গেছে কালো রাজপথ হতে? 
মিছিল কি এখন আর
প্রকম্পিত করে না ঢাকার বাতাস? 
নাকি ম্রিয়মান শহীদ মিনারের 
উচ্চকিত স্তম্ভগুলো? .

এখনোতো প্রভাতফেরি যায়,
রাঙ্গা সূর্যের সাথে মিলিয়ে দিতে
শিমুল পলাশের রঙ্গ। 
এখনোতো 'আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো'
গান বেঁজে ওঠে পাড়ায় পাড়ায়।
এখনোতো বক্তব্যের মঞ্চ কাঁপে
রাষ্ট্রভাষার মর্যাদার দাবিতে।.

অথচ,
অথচ তবুও, 
আমার কেবলি মনে হয়
বর্ণগুলো কাঁদছে।
ভাষা প্রলাপ করছে তার রুগ্ন স্বরে।
শুনছো তোমরা শুনছো?
বেয়নেটের মুখ থেকে নিজের মর্যাদা
ছিনিয়ে এনেছিলো যে,
সে আজ আগ্রাসনের ভয়ে কাঁপছে।
নিজের অস্তিত্বের ভয়ে কাঁদছে।
গুমরে কাঁদছে, বিলাপ করছে, 
চিৎকার করছে, 
আত্ম-চিৎকার।
March 11, 2012

Comments

Popular posts from this blog

রোহিঙ্গা ইস্যুতে জাপানের নীরবতা

Nostro, Vostro এবং Loro account

রক্ত পরীক্ষা (Blood test) এর অর্থ বুঝুন