কিছু সাহসের ছত্র

১.
আমরা দিনের শেষ রশ্নি দেখে
অজানা প্রভাতের স্বপ্ন বুনি,
হেরে যাবো না বলেই পথে নেমেছি,
ঐ দূর বিজয়ের মন্ত্র শুনি।

২.
নিজের সাথে আজ নিজের লড়াই,
কে করে ফেলে আসা দিনের হিসাব?
জানি এই পথ শেষে আলোকিত ভোর
নিকশ কালো মেঘে ঢাকুক আকাশ।

৩.
সময়ের লেনা-দেনা ছোট ছোট ক্ষণ
অবসাদ-বিষাধে যদি ঢাকে মন,
যেনে রেখো বন্ধু তুমি একা নও
আরো দৃঢ় করে নাও এ মনের পণ।

Comments

Popular posts from this blog

রোহিঙ্গা ইস্যুতে জাপানের নীরবতা

Nostro, Vostro এবং Loro account

রক্ত পরীক্ষা (Blood test) এর অর্থ বুঝুন