Nostro, Vostro এবং Loro শব্দগুলো ইতালিয়ান। Nostro মানে হলো 'Our' অথবা 'Our account with them'. Vostro মানে হলো 'your' অথবা 'your account with us'. আর Loro মানে হলো 'their'. এবার একটু বিস্তারিত দেখা যাক। আমরা যেমন আমাদের ব্যাংকে ব্যক্তিগত বা ব্যাবসায়িক একাউন্ট খুলতে পারি, তেমনি ব্যাংকগুলোও অন্য ব্যাংকে তাদের একাউন্ট খুলতে পারে। ধরুণ, বাংলাদেশের ব্যাংক B চায়নার ব্যাংক C কে ইউএস ডলারে পেমেন্ট করবে। এখন আমেরিকার ব্যাংক A তে বাংলাদেশের ব্যাংক B এবং চায়নার ব্যাংক C উভয়েরই ইউএস ডলারে একাউন্ট আছে। বাংলাদেশের ব্যাংক যখন আমেরিকার ব্যাংকে তাদের একাউন্টকে উল্লেখ করবে, তখন বলবে আমেরিকার ব্যাংক A তে আমাদের Nostro account আছে। একই ভাবে চায়নার ব্যাংক বলবে আমেরিকার ব্যাংক A তে আমাদের Nostro account আছে। আর এই দুই দেশের একাউন্টগুলোকে যখন আমেরিকার ব্যাংক উল্লেখ করতে চাইবে, তখন বলবে আমাদের এখানে বাংলাদেশের ব্যাংক B এবং চায়নার ব্যাংক C এর Vostro account আছে। তাহলে ব্যাপারটা হলো, একাউন্ট কিন্তু একটাই। সেটাকে কোন পক্ষ থেকে উল্লেখ করা হচ্ছে সেটার উপর নীর্ভর করে ...
Comments
Post a Comment