কাশফুল
বিকেল হলেই এখানে প্রকৃতি প্রেমী মানুষের ভিড় বাড়ে। নগরের ব্যস্ততা আর কোলাহলে ক্লান্ত মানুষ কিছুটা স্বস্থির জন্য এমন প্রকৃতির কাছাকাছি যেতে চায়। ইট পাথরের শহরে ছোট ছোট কাশফুলগুলো এখনো যে কনক্রিটের নীচে চাপা পড়েনি, এটাই বিরাট বিষয়। কতদূর থেকে মানুষ আসে এখানে! অথচ ওদের বাসা থেকে পায়ে হাঁটা দূরত্বে এই ফুল দেখতে যাবো বলে কতদিন অপেক্ষা করে ছিলাম। দু’জনে হাত ধরে হেঁটে বেড়িয়েছি অনেক দূর। দু’চোখ ভরে দেখেছি শুভ্র ফুলের বাতাসে দোল খাওয়া। আসার সময় ‘মু’ দু’হাত ভরে তুলে নিয়েছে ফুলের গুচ্ছ। শুধু ও নয়, যে যাচ্ছে সেই যত ইচ্ছে তুলে নিচ্ছে। সাদা ফুল, ধূসর অথবা নীল আকাশ, কালো পিচ ঢালা পথ- কেমন যেনো হাতছানি দেয়। আবারো যেতে চাই ওখানে। আবারো। কিন্তু সে ফুসরত যে কবে পাবো কে জানে!
২৩ সেপ্টেম্বর, ২০১৬
অসাধারণ লাগলো লেখাটি। তয়, মু, ডা কেডায়...??
ReplyDeleteসব কিছু কি খুলে বলা যায় স্যার.........? :P
ReplyDelete