আলো আধাঁরের ক্ষণে

আধাঁর কেটে গেলো বুঝি,
চমকে উঠি
থমকে দাড়াই
বাইরে ছুটে যাই।
কই? কোথায় আলো?

কি অদ্ভুত এ আধাঁর!
মানুষগুলো দিব্যি হাটছে,
বসছে
কথা বলছে,
আনন্দে উদ্বেলিত হয়ে উঠছে।
তাদের কাছে কি তবে
আধাঁর আলোর সম?
নাকি তারা আধাঁরে অভিযোজিত।

নাকি অদ্ভত আমি নিজেই!
আধাঁর বলে আমি হাটছিনা,
বসছিনা
কথা বলছিনা।
অনন্ত অপেক্ষায় অস্থির হয়ে উঠছি।
আমার কাছে কি তবে
আলোই অতি প্রত্যাশিত?
নাকি আমিই আধাঁরে অভ্যস্থ নই।


Comments

Popular posts from this blog

রোহিঙ্গা ইস্যুতে জাপানের নীরবতা

Nostro, Vostro এবং Loro account

রক্ত পরীক্ষা (Blood test) এর অর্থ বুঝুন