Posts

Showing posts from 2022

এমন কিছুর পেছনে না লাগা যার সম্পর্কে জ্ঞান নেই

Image
 'এমন কোন জিনিসের পেছনে লেগে যেয়ো না, যে সম্পর্কে তোমার জ্ঞান নেই। নিশ্চিতভাবেই চোখ, কান ও দিল্ সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে।"  - সূরা বনী ইসরাঈল (আয়াত ১৩) আমাদের নিজেদের জীবনের দিকে তাকালেই এই আয়াতের অর্থটা বুঝা যাবে। আমাদের প্রতিদিনের কাজের একটা অংশ হচ্ছে আমরা যা জানি না, যা সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট নই তার পেছনে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি। এটার একেবারে সহজ উদহারণ হলো সোস্যাল মিডিয়া। অপ্রয়োজনীয় গসিপ, বার্নিং ইস্যূ, সেলিব্রেটিদের লাইফস্টাইল, ইত্যাদি নানা ঘটনার পেছনে আমরা পড়ে থাকি। শুধু যে পড়ে থাকি তা নয়। বরং সেটার পেছনে এমনভাবে গবেষণা করি যেন আরেকটু হলেই একটা পিএইচডি ডিগ্রি পেয়ে যাবো।   তার বিপরীতে, কুরআন আমাদের বলছে যে আমরা বরং নিজেদের ব্যক্তিগত আর সামাজিক জীবনে ধারণা এবং অনুমানের পরিবর্তে 'জ্ঞানের' পেছনে চলবো। এই আয়াতের শিক্ষাকে প্রয়োগ করা হয়েছে ইসলামি নৈতিক ব্যবস্থায়, আইনে, রাজনীতিতে, দেশ শাসনে, জ্ঞান-বিজ্ঞানে, শিক্ষা ব্যবস্থায়। চলুন দেখি, এই আয়াতকে মূলনীতি ধরে কোন কোন ক্ষেত্রে কি ধরণের নীতি গ্রহন করা হয়েছে। নৈতিকতার ক্ষেত্রে - কুধারণা থেকে দূরে থাকো এবং কোন ব্...