কাশফুল
বিকেলের নরম বাতাস কাশফুলগুলোকে ছুঁয়ে যাচ্ছে । পেছনের ধূসর আকাশের পটভূমিতে সাদা সাদা কাশফুল দেখে মনে হয়, কোন শিল্পীর পরম মমতায় আঁকা নৈসর্গিত ছবি। আফতাব নগরের বিস্তৃর্ণ জায়গাজুড়ে কাশফুলেদের রাজত্ব। ছবি তোলার জন্য জায়গাটা চমৎকার। অথবা পড়ন্ত বিকেলে হাত ধরাধরি করে হেঁটে যাবার জন্য। কালো পিচ ঢালা সরু রাস্তার দু’ধারে সাদা রঙ্গের ফুল। এমন রাস্তা ধরে হাঁটতেই ভালো লাগে। মনে হয় জীবনের জটিল হিসেব-নিকেশকে দূরে ঠেলে এই সাদার রাজত্বে একাকার হয়ে যাই। জায়গাটা এতো সুন্দর যে, নিজের চোখে না দেখলে বিশ্বাস হতো না। অথচ কতবার এখানে আসার জন্য ‘মু’ বায়না ধরেছে। যাবার জন্য সময়ই করে উঠতে পারিনি। আজ চলে এলাম। বিকেল হলেই এখানে প্রকৃতি প্রেমী মানুষের ভিড় বাড়ে। নগরের ব্যস্ততা আর কোলাহলে ক্লান্ত মানুষ কিছুটা স্বস্থির জন্য এমন প্রকৃতির কাছাকাছি যেতে চায়। ইট পাথরের শহরে ছোট ছোট কাশফুলগুলো এখনো যে কনক্রিটের নীচে চাপা পড়েনি, এটাই বিরাট বিষয়। কতদূর থেকে মানুষ আসে এখানে! অথচ ওদের বাসা থেকে পায়ে হাঁটা দূরত্বে এই ফুল দেখতে যাবো বলে কতদিন অপেক্ষা করে ছিলাম। দু’জনে হাত ধরে হেঁটে বেড়িয়েছি অনেক দূর। দু’চোখ ভরে দেখেছি শুভ্র ...