My confined soul
With all the awkward silences And vacuum, emptiness of life I'm walking on the road of loneliness My heart is full of hype. I'm here It seems I'm in a desert Nothing here, nothing No water, flower, no hate or affection Not even the gathering in the mart. I'm here And the sky full of star. I can feel the blubber of night Hopeless, helpless soul of mine Confined, going too far. জীবনের সব অদ্ভুদ নীরবতা আর শূণ্যতা, অসারতা নিয়ে আমি হেঁটে যাই একাকিত্বের পথে আমার হৃদয় পূর্ণ প্রতারনা দিয়ে। আমি এখানে, যেনো কোন শুস্ক মরুর মাঠে কিছু নাই এখানে, কিছুই না না পানি, না ফুল, না ঘৃণা কিংবা ভালোবাসা নেই কোন মানুষের আনাগোনা এই হাটে। আমি এখানে, আর আকাশ ভরা তারা আমি শুনতে পাই রাতের কান্না আমার আশাহীন, সহায়হীন আত্মা ছুটে চলে কোন এক দূরের পথে, মুক্তিহারা।