Posts

Showing posts from December, 2013

আলো আধাঁরের ক্ষণে

আধাঁর কেটে গেলো বুঝি , চমকে উঠি থমকে দাড়াই বাইরে ছুটে যাই। কই ? কোথায় আলো ? কি অদ্ভুত এ আধাঁর! মানুষগুলো দিব্যি হাটছে , বসছে কথা বলছে , আনন্দে উদ্বেলিত হয়ে উঠছে। তাদের কাছে কি তবে আধাঁর আলোর সম ? নাকি তারা আধাঁরে অভিযোজিত। নাকি অদ্ভত আমি নিজেই! আধাঁর বলে আমি হাটছিনা , বসছিনা কথা বলছিনা। অনন্ত অপেক্ষায় অস্থির হয়ে উঠছি। আমার কাছে কি তবে আলোই অতি প্রত্যাশিত ? নাকি আমিই আধাঁরে অভ্যস্থ নই।