Posts

Showing posts from February, 2015

ভাঙ্গা আর সূর্য

আমরা প্রতিনিয়ত ভাঙ্গতে থাকি, আবার সূর্য দেখার লোভে উঠে দাঁড়াই। এরপর আবারো ভেঙ্গে যাই, আবার সূর্য ধরার নেশায় ঘুরে দাঁড়াই। আবারো আমরা ভাঙ্গি। এরপর, আমাদের সূর্যটা হারিয়ে যায়। আর কিছু মানুষতো প্রতিনিয়ত ভাঙ্গছে, নিজেই নিজেকে অথবা অন্য কারো দ্বারা। কিছু মানুষতো অনন্ত হাটবে বলে বের হয়েছে, তারা ভাঙ্গা আর গড়ার মধ্যে হাটে। তারা সূর্যকে দেখে না কিন্তু সূর্য ধরবে বলে ছুটতে থাকে। আর কিছু মানুষতো উন্মাদ। তারা ভাঙ্গতেই থাকে, ভাঙ্গতেই থাকে। তারা নিজেকে গড়ার কথা ভুলে যায়। সবাই তাদের ভাঙ্গতেই থাকে, ভাঙ্গতেই থাকে। তবু তারা নিজেকে গড়ার কথা ভুলে যায়। অথচ, তাদের চোখের দিকে তাকাও। অবিচল, অচপল, দৃঢ়, প্রতিজ্ঞ। তারা তাকিয়ে আছে সূর্যের দিকে।