আমি কে?
“আকাশের উপর হতে যে আলো নেমে আসে, তাতে সিক্ত হও। অন্তরের যে নয়ন, তা উন্মুক্ত কর। প্রজ্ঞাবাণ হও, জ্ঞানী হও। এরপর পৃথিবীর পথে হাটো। সামনে তাকাও, অসীম সাহসে জাহাজ ভাসাও সাগরে। মরীচিকা মাড়িয়ে মরু পাড়ি দাও। তুষার ভেঙ্গে এগিয়ে যাও পর্বত শৃঙ্গে। সবশেষে ফিরে এসো নিজের ঘরে। সবশেষে নিজেকে প্রশ্ন করো, আমি কে? “আমার” সংজ্ঞা কি? ‘আমিত্ব’ ছুড়ে ফেলে প্রশ্ন করতে শেখো, আমি কে? এবং আমি কে?”