সন্ধ্যার আকাশ
জানালা দিয়ে সন্ধ্যার আকাশ দেখি। দিনের আলো নেমে যায় একটু একটু করে, আর তার সাথে নেমে আসে বৃষ্টি। অবারিত দিগন্তের পথে বাধা হয়ে থাকা উঁচু ইমারতগুলো। আর তাদের ছাদ ছুঁয়ে চলা মেঘের দল। এরপর আলোকিত রাজপথে থেমে যায় দৃষ্টি। অসীম নজর ছোট হয়ে আসে বিজলী বাতির খাপে।