রক্ত পরীক্ষা (Blood test) এর অর্থ বুঝুন

ডাক্তারের কাছে যে কোন সমস্যা নিয়ে গেলেই ডাক্তার সাধারণ কিছু টেস্ট করতে দেন। যে কোন রোগকে ডায়াগনোসিস বা সঠিকভাবে নির্ণয়ের জন্য এই টেস্টগুলো করা গুরুত্বপূর্ণ। কারণ এগুলো রোগকে যেমন সঠিকভাবে নির্ণয়ে সাহায্য করে, তেমনি সঠিক চিকিৎসা পদ্ধতি, ঔষুধ বাছাইয়ের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ।

সাধারণত ডায়াগনস্টিক সেন্টার বা প্যাথলজিতে এই টেস্টগুলো করা হয়।

আমাদের দেশের বেশিভাগ মানুষই ডাক্তারদের দেয়া এই টেস্টগুলো ঠিক কি কারণে করা প্রয়োজন অথবা কোন টেস্টের কি মানে, টেস্টের রেজাল্ট এর অর্থ; এসব সম্পর্কে খুব সচেতন নয়। প্রায় সময়ই আমরা প্রশ্ন করি এই টেস্ট কেনো দিলো? এই টেস্টের রেজাল্টের মানে কি? আমাদের সচেতনতার জন্যই এসব জানাটা প্রয়োজন।

আমি ব্যক্তিগতভাবে আমার এই ব্লগে চেষ্টা চেষ্টা করবো টেস্টগুলো সম্পর্কে বাংলায় যতটা সম্ভব ব্যাখ্যা করে লিখতে। হয়তো মেডিক্যাল সায়েন্সের সবকিছু বাংলায় ব্যাখ্যা করা সম্ভব হবে না, কিন্তু টেস্টগুলো সম্পর্কে সাধারণ কিছু ধারণা দেবার চেষ্টা করবো।

একা একা কাজ করলে তো কিছু ভুল হবেই, তাই না। তাছাড়া আমিতো খুব বেশি এক্সপার্টও নই। তাই আশা করবো কেউ না কেউ ভুল সংশোধনে সাহায্য করবেন।

Comments

Post a Comment

Popular posts from this blog

রোহিঙ্গা ইস্যুতে জাপানের নীরবতা

Nostro, Vostro এবং Loro account